ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিউইয়র্কে নিহত ইমামের বাড়িতে আহাজারি

প্রকাশিত: ০৯:০৫ এএম, ১৪ আগস্ট ২০১৬

নিউইয়র্কে আততায়ীর গুলিতে নিহতদের একজন হবিগঞ্জের বাসিন্দা মাওলানা আলাউদ্দিন আখনজি। তিনি সেখানকার ফুরকান মসজিদের ইমাম ছিলেন। নামাজ শেষে বাসায় ফেরার সময় আততায়ীর গুলিতে তিনিসহ দুইজন নিহত হন।

তার মৃত্যুর খবর পেয়ে পরিবারে চলছে আহাজারি। পরিবারের সদস্যরা তার মরদেহ দেশে আনার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছেন।

মাওলানা আলাউদ্দিন জেলার চুনারুঘাট উপজেলার আমুরোড গ্রামের মরহুম মাওলানা শাহ শামসুদ্দিন আখনজির তৃতীয় সন্তান।  বর্তমানে তার দ্বিতীয় পরিবারের স্ত্রী, এক কন্যা ও এক পুত্র শহরের শায়েস্তানগরে নিজস্ব বাসায় বসবাস করছেন।

২০১১ সালে তিনি পরিবারের সদস্যদের নিয়ে নিউইয়র্কে যান। নিউইয়র্কে যাওয়ার আগে তিনি হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের ইমাম ছিলেন। আগামী ৩১ আগস্ট তার বাড়িতে আসার কথা ছিল।

নিহত আলাউদ্দিনের ভাই মাওলানা নাসির উদ্দিন আখনজি জানান, ৫ বছর আগে তার মেয়ে তাকে নিউইয়র্কে নিয়ে যায়। তাকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

দ্বিতীয় পরিবারের ছেলে ফয়েজ উদ্দিন আখনজি জানান, ৩১ আগস্ট বাবার দেশে ফেরার কথা ছিল। দাদি অসুস্থ থাকায় তাকে দেখতে এক মাসের জন্য তার দেশে আসার কথা ছিল।

এখলাছুর রহমান খোকন/এসএস/আরআইপি

আরও পড়ুন