রাজশাহীতে যাত্রীবাহী বাসে আগুন, আহত ৩
রাজশাহী মহানগরীতে শিশির পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে হরতাল ও অবরোধকারীরা। সোমবার গভীর রাতে মহানগরীর রেশম ভবনের সামনে এ ঘটনা ঘটে।
এতে আম্বিয়া বেগম নামে এক নারী অগ্নিদগ্ধ হয়েছে। তাকে আশংঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আম্বিয়া চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর এলাকার ইসরাফিল হকের স্ত্রী।
আহত অপর দুজন হলেন ঝালকাঠি জেলার বারইকুড়াল এলাকার আবুল হাসানের ছেলে আবু সুফিয়ান ও তার ছেলে মাইনুল। তারা দুই জনে আগুন লাগার সময় আতঙ্কে গাড়ি থেকে লাফ দিলে আহত হন।
আম্বিয়ার স্বামী ইসরাফিল জানান, বাসটি পুলিশ পাহারায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিলো। যাত্রা-বিরতিতে বাসটি রাজশাহী বাসস্ট্যান্ডে প্রায় ৩ ঘণ্টা থামার পর রাত সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
পথে রেশম ভবনের সামনে ৪/৫ জন হরতাল সমর্থক বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারলে তাতে আগুন ধরে যায়। এ সময় আম্বিয়ার শরীরে আগুন ধরে যায়। এতে তার মুখ ও গলার বামপাশ ও দুই হাত দগ্ধ হয়।
ঘটনার সময় প্রাণরক্ষা করতে গিয়ে গাড়ি থেকে লাফিয়ে পড়ে পিতা সুফিয়ান ও পুত্র মাইনুল আহত হন। ঘটনাস্থলে দমকল বিভাগের কর্মীরা উপস্থিত হওয়ার আগেই বাসের অন্য যাত্রীরা স্থানীয় লোকজনের সঙ্গে আগুন নিভিয়ে ফেলে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতেখায়ের আলম জানান, হামলাকারীরা বাসটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছুঁড়ে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।
বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি