ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যার ঘটনায় মামলা

প্রকাশিত: ১১:৪৪ এএম, ১৪ আগস্ট ২০১৬

লক্ষ্মীপুরে যুবলীগের ওয়ার্ড সভাপতি মো. ফয়সালকে (২৮) কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। রোববার সকালে নিহতের ভাবি রানী বেগম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় ৫ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন।

তবে রোববার বিকেল পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এর আগে শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে ফয়সালকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

নিহত ফয়সাল ওই গ্রামের ফজলুল করিমের ছেলে এবং ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। তিনি জেলা পুলিশ বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তার সোর্স হিসেবে কাজ করতেন। তবে অভিযোগ রয়েছে, ফয়সাল এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

দলীয় সূত্র ও স্থানীয়রা জানায়, সন্ত্রাসী গোষ্ঠী মাছুম বিল্লাহ ওরফে লাদেন মাছুম বাহিনীর সদস্যদের সঙ্গে কয়েক মাস আগে ফয়সালের বিরোধ দেখা দেয়। এ নিয়ে ভয়ে তিনি এলাকা ছেড়ে জেলা শহরের মজুপুরে ভাড়া বাসায় বসবাস করছিলেন।  তবে এলাকায় মাঝেমধ্যে যেতেন।

ঘটনার সময় পোদ্দার বাজার থেকে ফয়সাল বাড়িতে যাচ্ছিলেন। এসময় সন্ত্রাসী লাদেন মাছুমের চৌকিদার বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে ও এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

নিহতের বাবা ফজলুল করিম বলেন, সন্ত্রাসী লাদেন মাছুমের বাহিনীর লোকজন ফয়সালের ওপর ক্ষিপ্ত ছিল। তারাই পরিকল্পিতভাবে আমার ছেলেকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে। রাতে লোকজন গুলির শব্দও শুনেছে। আমি হত্যার বিচার চাই।

বশিকপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান নিশান জানান, ফয়সাল ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। তাকে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি করছি।

এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউসার বলেন, পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী লাদেন মাছুম বাহিনীর সদস্যরা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রাতেই ঘটনাস্থল থেকে গুলির খোসা জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কাজল কায়েস/এফএ/পিআর