ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পেট্রোল ঢেলে আগুন দিয়ে কলেজছাত্রীকে হত্যাচেষ্টা

প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১৪ আগস্ট ২০১৬

নওগাঁর আত্রাইয়ে মোল্লা আজাদ মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী শাহানাজ খাতুনের (২২) গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাদেকুল আলম খাঁন সাজ্জাদ(২৫) নামে এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুর ২টার দিকে উপজেলার বাইপাস রোড তিন মাথা নামক স্থানে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত সাদেকুল আলম খাঁন উপজেলার দিঘীরপাড় গ্রামের মৃত. আব্দুস ছালামের ছেলে।

এ ঘটনায় মেয়ের বাবা সৌখিন মন্ডল বাদী হয়ে সাদেকুল আলম খাঁন সাজ্জাদকে (২৫) আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার দিঘীরপাড় গ্রামের মৃত. আব্দুস ছালামের ছেলে সাদেকুল আলম খাঁনের সঙ্গে প্রায় দু’বছর আগে একই গ্রামের সৌখিন মন্ডলের মেয়ে শাহানাজ খাতুনের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে এক বছর আগে তাদের বিচ্ছেদ ঘটে। সাদেকুল দ্বিতীয় বিয়ে করে সংসার শুরু করেন। এমতাবস্থায় ওই স্ত্রীকে বিভিন্নভাবে আবার বিয়ে করার জন্য প্রলোভন দিতে থাকেন।

কিন্তু তিনি সাদেকুল আলম খাঁনের কথায় রাজি না হয়ে বাবার বাড়িতে থেকে আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশুনা করেন। রোববার ওই ছাত্রী কলেজ শেষে দুপুরের দিকে প্রাইভেটের উদ্দেশ্যে উপজেলার বাইপাস রোডে যান। এ সময় তার পথরোধ করে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় সাদেকুল আলম। এতে দিশেহারা হয়ে ওই ছাত্রী আত্রাই নদীতে লাফিয়ে পড়ে।  

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।  

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আশিষ কুমার বলেন, কলেজছাত্রীর শরীরের প্রায় ৫৫ থেকে ৬০ ভাগ পুড়ে গেছে। তাকে এখনো আশঙ্কামুক্ত বলা সঠিক হবে না।

আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা জানান, মেয়েটির বাবা সৌখিন মন্ডল বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় সাদেকুল আলমকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সোমবার আদালতের মাধ্যমে তাকে নওগাঁ কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি বদরুদ্দোজা।

আব্বাস আলী/এএম/পিআর