নোয়াখালীতে শোক দিবসের র্যালিতে হামলা : আহত ৫
নোয়াখালীতে শোক দিবসের র্যালিতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত পাঁচজন আহত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে চৌমুহনীর গণমিলনায়তন চত্বরে এ ঘটনা ঘটে।
এর আগে বেলা ১১টার দিকে চৌমুহনীতে পৌর আওয়ামী লীগের উদ্যোগে গণমিলনায়তন চত্বর থেকে শোকর্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় জেলা প্রশাসক ডা. এবিএম জাফর উল্যা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনজাহ আহম্মেদ জাবেদ ও চৌমুহনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন ফয়সাল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক মুন্নাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে শোকর্যালিটি গণমিলনায়তন চত্বরের সামনে আসামাত্র অজ্ঞাত বেশ কয়েকজন দুর্বৃত্ত হামলা করে পালিয়ে যায়। হামলায় অন্তত পাঁচজন কর্মী আহত হয়।
মিজানুর রহমান/এসএস/এমএস