ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে জিহাদি বইসহ গ্রেফতার ৩৫

প্রকাশিত: ১০:৫০ এএম, ১৫ আগস্ট ২০১৬

ঝিনাইদহে নাশকতার মামলায় জামায়াত ও শিবিরের ৬ নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ। সে সময় উদ্ধার করা হয় বেশ কিছু জিহাদি বই। এছাড়াও বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছে আরো ২৯ জন।

রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। সে সময় কোটচাঁদপুর উপজেলা থেকে দুই জামায়াত ও এক শিবির এবং মহেশপুর উপজেলা থেকে তিন জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এছাড়া কোটচাঁদপুর থেকে উদ্ধার করা হয় বেশ কিছু জেহাদি বই।

অন্যদিকে, অন্য মামলায় ৬ উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে আরো ২৯ জনকে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আহমেদ নাসিম আনসারী/এআরএ/পিআর