হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
ফাইল ছবি
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪১তম শাহাদৎ বার্ষিকী এবং ভারতের ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
সোমবার জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি রয়েছে উল্লেখ করে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, আগামী বুধবার থেকে বন্দরের সকল কার্যক্রম শুরু যথারীতি হবে।
অপরদিকে আজ ভারতের ৭০তম স্বাধীনতা দিবস সে কারণে ভারতীয় রফতানিকারকরা কোনো পণ্য রফতানি বা আমদানি না করার ঘোষণা দেয়ায় বন্দরের আমদানি রফতানিসহ ভেতরের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান জানান, বন্দরের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মধ্যে পামপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।
এমদাদুল হক মিলন/এএম/পিআর