নেত্রকোনায় ১৪০ বস্তা নকল জিপসাম সার জব্দ
নেত্রকোনার মদনে ১৪০ বস্তা নকল জিপসাম সার জব্দ করেছেন উপজেলা কৃষি কর্মকর্তারা। এ সময় সারের মালিক পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
সোমবার বিকেলে এসব সার জব্দ করা হয়। তবে এলাকাবাসীর অভিযোগ, জব্দ সারের রহস্য উদঘাটন না করে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন কৃষি কর্মকর্তারা।
কৃষি অফিস সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে নকল জিপসাম সারের চালান মদনে ঢুকছে এমন খবর পান কৃষি কর্মকর্তারা। এরপর সেখানে গিয়ে ওই সারের বস্তাগুলো তল্লাশি করা হয়। এ সময় সারের মালিক পক্ষের কাউকে না পাওয়ায় সারগুলো জব্দ করা হয়।
এ ব্যাপারে উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা জাগো নিউজকে জানান, দেওয়ান বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে খবর পেয়ে আমরা সেখানে যাই। এ সময় ওই বস্তাগুলো যাছাই করা হয়। মালিকপক্ষের কাউকে না পওয়ায় ১৪০ বস্তা নকল সার জব্দ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম রাসুল জাগো নিউজকে জানান, আটক সার নকল মনে হওয়ায় এবং সারের মালিক না পাওয়ায় গুদামে রাখা হয়েছে। তবে এ ব্যাপারে কোনো মামলা হয়নি।
কামাল হোসাইন/এএম/পিআর