ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারগঞ্জে বন্দুকযুদ্ধে একাধিক মামলার আসামি নিহত

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৬:১৪ পিএম, ১৫ আগস্ট ২০১৬

জামালপুরের মাদারগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শামীম ফকির নামে এক সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এসআই-এএসআইসহ চার পুলিশ সদস্যও আহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কুয়ালিকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শামীম ফকির চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া ফকিরপাড়া গ্রামের লাল মিয়া ফকিরের ছেলে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপদ মন্ডল জানান, শামীম ফকিরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ওইসব মামলায় পরোয়ানা জারি হওয়ায় শামীমকে ধরতে কুয়ালিকান্দি এলাকায় যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে শামীমসহ তার সঙ্গীরা পুলিশের উপর গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়।

এক পর্যায়ে বন্দুকযুদ্ধে শামীম গুরুতর আহত হলে তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুভ্র মেহেদী/বিএ