ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০২:৪৩ এএম, ১৬ আগস্ট ২০১৬

পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউপি সদস্য শাহ জামালকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১২টার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

শাহ জামাল উপজেলার ধোপাদহ ইউনিয়নের বড় পাইকোঠা গ্রামের আইনাল হকের ছেলে এবং আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্য।

সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

একে জামান/এসএস/এমএস

আরও পড়ুন