ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত

প্রকাশিত: ০৪:৫৫ এএম, ১৬ আগস্ট ২০১৬

বসতভিটা নিয়ে বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে পারভিন বেগম (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে রানীশংকৈল উপজেলার বিষ্ণুপুর গ্রামের সহিদুলের স্ত্রী পারভিন বাড়ির পার্শ্বে ছাই ফেলতে যায়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। গুরুতর আহত হয় তার স্বামী সহিদুল ও আশিরুল (৪০) নামে এক প্রতিবেশী।

রানীশংকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এখনো কোনো মামলা হয়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বসতভিটার ৮ শতক জমি নিয়ে সহিদুলের সঙ্গে একই এলাকার নবাব ও দুলালের বিরোধ চলছিল।

রবিউল এহসান রিপন/এসএস/এমএস

আরও পড়ুন