ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে কুয়ায় পড়া হাতি শাবকটি উদ্ধার

প্রকাশিত: ০৯:৩০ এএম, ১৬ আগস্ট ২০১৬

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি পল্লী গুরুচর দুধনই এলাকায় পরিত্যাক্ত কুয়ায় পড়া বন্য হাতি শাবকটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার সঙ্গে সঙ্গেই হাতি শাবকটি দৌড়ে বনের ভেতর চলে গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শেরপুরের দমকল বিভাগ ও স্থানীয় হাতি সুরক্ষা দলের সদস্যরা কুয়ার পাশ খুঁড়ে হাতিটি উপরে ওঠার পথ তৈরি করে দেয়। পরে দমকল বাহিনীর সদস্যরা রশি দিয়ে বেঁধে হাতিটি টেনে তৈরি করা রাস্তায় উঠিয়ে দেয়।

এসময় হাতিটি ছাড়া পেয়ে দৌড় শুরু করে। পরে বন বিভাগ এবং এলাকাবাসীর সহযোগিতায় হাতিটি পাহাড়ের দিকে ধাওয়া দিয়ে অবমুক্ত করা হয়।

Sherpur

বন বিভাগের তাওয়াকুচা বিট কর্মকর্তা মো. আশরাফুল আলম জানিয়েছেন, সোমবার রাতে ৪০/৪৫টি বন্যহাতির একটি দল খাদ্যের সন্ধ্যানে দুধনই এলাকার লোকালয়ে চলে আসে। এসময় রাত আনুমানিক দেড়টার দিকে হাতি দলের সঙ্গে থাকা ৩/৪ বছর বয়সী একটি হাতি শাবক পরিত্যক্ত একটি মাটির কূপে পড়ে যায়। হাতির দল ওই বাচ্চা হাতিটিকে উদ্ধারের জন্য ভোর ৬টা পর্যন্ত চেষ্টা চালায়। কিন্তু সূর্যের আলো ছড়িয়ে পড়লে হাতির দল শাবকটিকে ফেলে রেখে বনে চলে যায়।

পরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার সকালে বন বিভাগ ও শেরপুর থেকে দমকল বাহিনী এবং পুলিশ সদস্যরা এসে এলাকাবাসীর সহযোগিতায় সকাল ৮টা থেকে হাতিটি উদ্ধারের কাজ শুরু করে।

হাকিম বাবুল/এফএ/পিআর

আরও পড়ুন