ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে জেলা প্রশাসকসহ দু’জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০২:১১ পিএম, ২০ জানুয়ারি ২০১৫

বরিশালের জেলা প্রশাসক শহিদুল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আবুল কালাম আজাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে।

নগরীর বাসিন্দা ইদ্রিস আলী সরদার বাদী হয়ে মঙ্গলবার দুপুরে সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মো. ইউসুফ হোসেন বিকেলে মামলাটি গ্রহণের করে পরবর্তী আদেশের জন্য বুধবার নির্ধারন করেন।

আদালত সূত্র জানায়, বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষায় মেধাবীদের বাদ দিয়ে মেধাবীহীনদের উত্তীর্ন দেখানোর অভিযোগে গত ৮ জানুয়ারি মামলা দায়ের করেন ইদ্রিস আলী।

বিচারক ৫ দিনের মধ্যে সরকারি বালিকা বিদ্যালয়ের সভাপতি জেলা প্রশাসক, সদস্য সচিব, স্কুলের প্রধান শিক্ষক ও ভর্তি কমিটির সদস্যসহ ৫ জনকে কারণ দর্শানোর নির্দেশ দেন।

একই সঙ্গে সরকারি বালিকা বিদ্যালয়ের প্রভাতী শাখার ১২১টি খাতা আদালতে তলব করেন। এরপর জেলা প্রশাসক ওই আদেশের বাতিল চেয়ে লিখিত আবেদন করেন। কিন্তু, আদালত আবেদন না-মঞ্জুর করে পূর্বের আদেশ বহাল রাখেন।

ওই আদেশ অনুযায়ী আজ মঙ্গলবার ছিল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রভাতী শাখার ১২১টি খাতা আদালতে উপস্থাপনের দিন। কিন্তু, নির্ধারিত দিনে উত্তরপত্র না পাঠানোর কারণে ইদ্রিস আলী বাদী হয়ে আদালত অবমাননার এ মামলা দায়ের করেন।

উল্লেখ্য গত ২২ ডিসেম্বর ওই স্কুলের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।

-এমএএস