ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

প্রকাশিত: ০২:৪৫ পিএম, ১৬ আগস্ট ২০১৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ছোটভাকলা ইউনিয়নে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ছোটভাকলা ইউনিয়নের পশ্চিম নলডুবি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ছোটভাকলা ইউনিয়নের পশ্চিম নলডুবি এলাকার মৃত ওয়াজেদ মণ্ডলের ছেলে লাল মিয়া, একই এলাকার মৃত জামাল শেখের ছেলে অাবু বক্কর এবং অাবুল শাহ। অাবুল শাহর বাড়ি টাঙ্গাইলে বলে ধারণা করা হচ্ছে।

ছোটভাকলা ইউনিয়নের চেয়ারম্যান অামজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার সময় বৃষ্টির মধ্যে ইউনিয়নের পশ্চিম নলডুবি গ্রামের তিন কৃষক মাঠে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়।

রুবেলুর রহমান/এআরএ/এবিএস