ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় পণ্যবাহী ট্রাকে আগুন, আটক ৩

প্রকাশিত: ০৩:০৯ এএম, ২১ জানুয়ারি ২০১৫

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল বোমা নিক্ষেপ করে পণ্যবাহী দুটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।মঙ্গলবার রাত পৌনে ৯টায় উপজেলার পদুয়ার বাজার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী আলুবোঝাই দুইটি ট্রাক পদুয়ার বাজার রেলগেট এলাকায় এলে দুর্বৃত্তরা এতে পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জাগোনিউজকে জানান, দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় ট্রাক দুইটির কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিএ