ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ডিসেম্বরেই মূল পদ্মাসেতু দৃশ্যমান হবে : সেতুমন্ত্রী

প্রকাশিত: ০৮:৪৩ এএম, ১৭ আগস্ট ২০১৬

পদ্মাসেতুর সার্বিক অগ্রগতি ৩৭ ভাগ শেষ হয়েছে। এ পর্যন্ত ৩৭টি পাইলিং বসানো হয়েছে। আগামী ডিসেম্বরে পদ্মাসেতুর পিলারের উপর ২টি স্প্যান বসানো হবে। এর পরেই সেতুর দৃশ্যমান কাজ দেখা যাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে পদ্মাসেতুর উন্নয়ন কাজ পরিদর্শন শেষে মাদারীপুরের শিবচরের পৌর এলাকায় শেখ ফজিলাতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ তথ্য জানান তিনি।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সকাল সাড়ে নয়টায় স্পিডবোট যোগে পদ্মানদী পাড়ি দিয়ে শিবচর ইলিয়াছ আহম্মেদ চৌধুরী ফেরি ঘাটে নেমে গাড়ি যোগে পদ্মাসেতু নির্মাণ এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি শিবচর উপজেলার কুতুবপুর, কাদিরপুর ও দ্বিতীয়খণ্ড ইউনিয়ন পরিদর্শন করে উপজেলা পরিষদে আসেন।

পরে মন্ত্রী সড়ক-৭১ চত্বরে ও উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে। মন্ত্রী শিবচর পৌর এলাকায় অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ও সাবেক হুইপ নূর-ই-আলম চৌধুরী, মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, শিবচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আ. লতিফ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর মেয়র আওলাদ হোসেন খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তোতা, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াছ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. এনায়েত হাওলাদার প্রমুখ।

নাসিরুল হক/এফএ/পিআর