যৌন হয়রানির অভিযোগে কলেজ শিক্ষক আটক
কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে টাঙ্গাইলের কালিহাতী কলেজের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ওয়াজেদ আলী খানকে আটক করেছে পুলিশ।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মঙ্গলবার রাতে তাকে আটক করে পুলিশ।
কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. আখেরুজ্জামান জানান, কালিহাতী কলেজের সহকারী অধ্যাপক ওয়াজেদ আলী খানের বিরুদ্ধে কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানী করার অভিযোগে ওই ছাত্রীর পিতা থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে গত ১০ আগস্ট রাতে নিজ বাড়ি থেকে ওই শিক্ষককে আটক করা হয়। ওই রাতেই কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম ও দু’জন শিক্ষক প্রতিনিধি থানায় এসে মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নেন।
এরই প্রেক্ষিতে কলেজের শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন স্তরের লোকজন ক্ষোভে ফেটে পড়েন। তারা অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার ও তার শাস্তির দাবিতে আন্দোলন শুরু করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেয়। আন্দোলনের মুখে মঙ্গলবার রাতে ওই শিক্ষককে আবার আটক করে পুলিশ।
কালিহাতী কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম বলেন, অন্যায়ের সঙ্গে কোনও আপোস নেই। তিনি যদি দোষী হন তাহলে তার শাস্তি নিশ্চিত করবে আদালত।
উল্লেখ্য, সহকারী অধ্যাপক ওয়াজেদ আলী খান ইতিপূর্বেও যৌন হয়রানির অভিযোগে কারাভোগ করেছেন। পরে আপস-মীমাংসার মাধ্যমে ছাড়া পান।
আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন