ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় সেনা সদস্যের আত্মহত্যা

প্রকাশিত: ১১:২২ এএম, ১৮ আগস্ট ২০১৬

স্ত্রীর সঙ্গে কলহের জের ধরে বগুড়ার শাজাহানপুরে নজরুল ইসলাম (৩৫) নামের এক সেনা সদস্য ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মাঝিড়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার জয়নগরী গ্রামের মৃত মতি ভুঞার ছেলে। তিনি ঢাকা আর্মি এভিয়েশনে কর্পোরাল পদে কর্মরত ছিলেন।
 
শাজাহানপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোতালেব জানান, মাঝিড়াপাড়ায় ভাই-ভাই ভিলা নামে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সামছুল হকের বাসায় ভাড়া থাকতেন নজরুল ইসলাম, তার স্ত্রী ও দুই ছেলে। গত চারদিন আগে নজরুল ইসলাম ছুটিতে বগুড়ার বাসায় পরিবারের কাছে আসেন।

বৃহস্পতিবার ঘটনার সময় নজরুল ইসলাম তার শোয়ার ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ ব্যাপারে পরিবার থেকে কোনো বক্তব্য দেয়া হয়নি।

তিনি আরো জানান, সেনাবাহিনীর সহযোগিতায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লিমন বাসার/এফএ/এবিএস