ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মেঘনা নদীতে নৌকাডুবি : নিখোঁজ দুই ভাইয়ের সন্ধান মেলেনি

প্রকাশিত: ০২:০৬ পিএম, ১৮ আগস্ট ২০১৬

লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবিতে নিখোঁজ কলেজছাত্র হাসান মাহমুদ (২২) ও মাসুম বিল্লাহর (২৬) সন্ধান দুই দিনেও মেলেনি। বৃহস্পতিবার বিকেল সোয়া ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ দুই ভাইয়ের সন্ধান পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার রাতে কমলনগরের মেঘনা নদীর উজির চর এলাকায় মাছ শিকারে গিয়ে কলেজছাত্র হাসান মাহমুদ ও বড় ভাই মাসুম বিল্লাহ নৌকা ডুবিতে নিখোঁজ হয়।

নিখোঁজ মাসুম বিল্লাহ ও হাসান মাহমুদ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটারিরহাট ইউনিয়নের চর ফলকন এলাকার বাসিন্দা হানিফ মাঝির ছেলে। ছোট ভাই হাসান লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা (সম্মান) প্রথম বর্ষের ছাত্র।

নিখোঁজদের বাবা হানিফ মাঝি (৬০) বলেন, বড় ছেলে মাসুম দাখিল পাস করার পর অভাব-অনটনের সংসারে হাল ধরে। আমার পক্ষে এখন আর মাছ ধরা সম্ভব হয় না। উপার্জন না করতে পারায় ছেলে অনার্স পড়ুয়া ছাত্র হাসান নিজেই নদীতে মাছ ধরে পড়ালেখার খরচ চালাতো। মাছ ধরতে গিয়ে আমার হাসান ও মাসুম আর ফেরেনি।

কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, দুই ভাই নদীতে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার খবর বিভিন্ন থানায় জানানো হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে তারা দুই ভাইসহ পাঁচজন জেলে নৌকা নিয়ে নদীতে ইলিশ শিকারে যায়। রাত আড়াইটার দিকে কমলনগরের মেঘনা নদীর উজিরচর এলাকা মাছ ধরার সময় হঠাৎ ঝড় ও উত্তাল ঢেউ আঘাতে নৌকাটি ডুবে যায়। এসময় ডুবে যাওয়া নৌকার জেলে খোরশেদ (৩০), নুর নবী (৩০) ও আবুল কালাম (৪৫) সাঁতরে অন্য নৌকায় উঠতে পারলেও দুই ভাই মাসুম ও হাসান নিখোঁজ হয়। উপকূলীয় এলাকাসহ নদীতে মাইকিং ও অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

কাজল কায়েস/এআরএ/এবিএস