ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈশা খাঁ এক্সপ্রেসের গার্ডকে মারধর : যাত্রীদের ভোগান্তি

প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ১৮ আগস্ট ২০১৬

ঢাকা থেকে ময়মনসিংহগামী ঈশা খাঁ এক্সপ্রেস ট্রেনের গার্ডকে মারধর করেছে স্থানীয় কয়েকজন যুবক। এ ঘটনায় কিশোরগঞ্জ রেল স্টেশনে তিন ঘণ্টা আটকা পড়েছিল ট্রেনটি। এতে ভোগান্তিতে পড়েন ট্রেনের শত শত যাত্রী।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১টার দিকে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ঘটনায় আহত গার্ড হাসান শিকদার বাদী হয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় একটি এজাহার দাখিল করেছেন।

ট্রেনের গার্ড হাসান শিকদার জানান, সরারচর স্টেশনে একজন নারী যাত্রী গার্ডের কক্ষে উঠলে তিনি তাকে নিষেধ করেন। এ নিয়ে তার সঙ্গে কিছুটা বাকবিতণ্ডা হয়। এ সময় ওই নারী মোবাইল ফোনে বিষয়টি তার এক আত্মীয়কে জানান।

রাত সাড়ে ৮টার দিকে ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশনে থামলে একদল যুবক তাকে ট্রেন থেকে টেনে-হিচড়ে নামিয়ে স্টেশন মাস্টারের কক্ষে নিয়ে মারধর করে।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার দেওয়ান মো. হারুন-অর-রশীদ জানান, এ ঘটনার পর ট্রেনটি স্টেশনে আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন ট্রেনের শত শত যাত্রী। পরে প্রায় তিন ঘণ্টা পর রাত ১১টা ২৫ মিনিটে ময়মনসিংহের উদ্দেশে যাত্রা করে ট্রেনটি।

কিশোরগঞ্জ জিআরপি থানার এসআই মো. দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় গার্ড হাসান শিকদার বাদী হয়ে থানায় একটি এজাহার দাখিল করেছেন।

নূর মোহাম্মদ/বিএ