ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইলের মেয়ে শুভ্রা মুখার্জির প্রথম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৮:১৭ এএম, ১৯ আগস্ট ২০১৬

নড়াইলের মেয়ে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী প্রয়াত শুভ্রা মুখার্জির (গীতা মুখার্জী) প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে দুইদিন ব্যাপী (বৃহস্পতি ও শুক্রবার ) সদরের তুলারামপুরে নাম সংকীর্তন, গীতা পাঠ, গীতাদান, অন্নদান, বস্ত্রদান ও তার জীবনী সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
 
শুক্রবার বিকেলে শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের আয়োজনে প্রয়াত শুভ্রা মুখার্জির অনুদানে নির্মিত সদরের তুলারামপুরের মামা বাড়িতে শ্রী শ্রী গোপাল মন্দির ও কালী মন্দির প্রাঙ্গণে প্রয়াতের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড.মশিউর রহমান। অনুষ্ঠানে উদ্বোধন করবেন ভারতের হাইকমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন, মৎস্য প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাড. হাফিজুর রহমান, খুলনা বিভাগীয় ডিআইজি এস.এম মনির-উজ-জামান, জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খাঁন নিলু, শুভ্রা মুখার্জির ছোট ভাই কানাইলাল ঘোষ ও শুভ্রা মুখার্জির মামাতো ভাই কার্তিক ঘোষ।

উল্লেখ্য, নড়াইলের মেয়ে শুভ্রা মুখার্জি ২০১৫ সালের ১৯ আগস্ট ভারতের আর্মি হসপিটাল (রিসার্চ অ্যান্ড রেফারেল) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সদরের ভদ্রবিলা ইউনিয়নের ভদ্রবিলা গ্রামে চিত্রা পাড়ের জমিদার অমরেন্দ্র ঘোষের মেয়ে শুভ্রা ঘোষ ( শুভ্রা মুখার্জীর ডাক নাম গীতা)।
 
এ বাড়িতেই ১৯৪৩ সালের ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। মা মিরা রানী ঘোষ। তারা ৪ ভাই ৪ বোন। একই উপজেলার তুলারামপুর গ্রামে কাজলা নদীর পাড়ে ছিল শুভ্রার দাদু বাড়ি। শৈশবে শুভ্রা মুখার্জি নানা মতিলাল ঘোষ ও নানী কুসুম কুমারীর কাছে থাকতেন। এখানে চাচড়া প্রাথমিক বিদ্যালয় ও তুলারামপুর বালিকা বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন তিনি।

১৯৫৫ সালে তিনি পশ্চিমবঙ্গে চলে যান। ১৯৫৭ সালের ১৩ জুলাই রবীন্দ্রসঙ্গীত শিল্পী শুভ্রা ঘোষের সঙ্গে প্রণব মুখার্জির বিয়ে হয়। ওই সময় তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। ৪০ বছর পরে ১৯৯৫ সালে শুভ্রা মুখার্জি শেকড়ের সন্ধানে জন্মভূমিতে এসেছিলেন। এরপর ২০১৩ সালের ৫ মার্চ শুভ্রা মুখার্জি রাষ্ট্রপতি স্বামিসহ নিজ জন্মভূমি নড়াইলে বেড়িয়ে যান।

বর্তমানে অভিজিৎ মুখার্জি ও সুরজিৎ মুখার্জি নামে দুই ছেলে এবং শর্মিষ্ঠা মুখার্জি নামে এক মেয়ে রয়েছে তাদের। তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। অভিজিৎ মুখার্জি বর্তমানে ভারতের এমএলএ। শর্মিষ্ঠা নৃত্যশিল্পী।

শুভ্রার ভাইবোনেরা কালক্রমে ভারতে চলে গেলেও অমরেন্দ্র ঘোষের অপর সন্তান শুভ্রার ছোট ভাই কানাইলাল ঘোষ পৈতৃক ভিটায় প্রদীপ জ্বালাচ্ছেন।

হাফিজুল নিলু/এফএ/পিআর