ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রকাশিত: ০১:১৯ পিএম, ১৯ আগস্ট ২০১৬

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মুনির হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় আরো দুইজন আহত হয়েছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন জানান, শুক্রবার বিকেল ৫টায় মাটিহাঁস থেকে হাটকড়ই যাওয়ার পথে দেওতা মোড়ে তাদের দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে ভর্তিও পরপরই চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালক মুনির হোসেন (১৪) মারা যায়।

মুনির হাটকড়ই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও কাহালুর বনভিকী গ্রামের মিজানুর রহমানের ছেলে। আহতরা হলো নবম শ্রেণির ছাত্র মাটিহাঁস গ্রামের দীলিপ কুমারের ছেলে টগর হোসেন (১৪) ও অষ্টম শ্রেণির ছাত্র বাঁশো গ্রামের নিকুঞ্জু চন্দ্রের ছেলে তন্ময় কুমার (১৩)।

স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম জানান, আহতদের অবস্থা সংকটাপন্ন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হচ্ছে।

এআরএ/এবিএস