ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে নৌকার নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০১:৩৭ পিএম, ১৯ আগস্ট ২০১৬

নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ায় নৌকা মেরামতের সময় নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে জাহাজমারা ইউনিয়নের আমতলি নৌঘাটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নিঝুম দ্বীপের দুলাল মিয়া (৩৭) ও আমতলী গ্রামের নাসির চেরাং(৪৭)। নিহত দুলাল উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের আবুল কালামের ছেলে ও নাসির জাহাজমারা ইউনিয়নের চরহেয়ার গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। দুলাল ও নাসির দুইজন ভায়রা ভাই।

হাতিয়ার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, শুক্রবার বিকেলে জাহাজমারা ইউনিয়নের চরহেয়ার গ্রামে নাসির মিয়ার বাড়ির পাশে মাছধরা একটি নৌকা উপরে তুলে একপাশ থেকে খুটি দিয়ে মেরামতের কাজ করছিলেন দুই শ্রমিক দুলাল মিয়া ও নাসির। এ সময় হঠাৎ খুটি সরে গেলে তারা দুজন নৌকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহত দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মিজানুর রহমান/এএম/এবিএস