মদনে ট্রলারের ধাক্কায় জেলের মৃত্যু
নেত্রকোনার মদনে ট্রলারের ধাক্কায় জাফরুল মিয়া (৩০) নামে এক জেলে মারা গেছেন। শুক্রবার রাতে কদমশ্রী হাওরে এ দুর্ঘটনা ঘটে।
জাফরুল মিয়া মদনের জঙ্গলডেমারগাতি গ্রামের নুরুল আমীনের ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, জাফরুল মিয়া রাত সাড়ে ৮টার দিকে মদনের কদমশ্রী হাওরে অন্যান্য জেলেদের সঙ্গে নৌকায় করে জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ট্রলার জেলেদের নৌকাটিকে ধাক্কা দেয়।
এতে জাফরুল মিয়া নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যান। এ সময় তার সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মদন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, নিহত জাফরুল মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে এখনো মামলা হয়নি।
কামাল হোসাইন/এসএস/এবিএস