রুমায় ভয়াবহ অগ্নিকাণ্ড
বান্দরবান রুমা উপজেলার রুমা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০টি দোকান পুড়ে গেছে।
শনিবার দুপুর পৌনে ১২টার দিকে বাজারের একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে দ্রুত আগুন বাজারের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অন্তত ২০টি দোকান পুড়ে গেছে, তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
বান্দরবান থেকে ফায়ার সার্ভিসের একটি দল রুমার ঘটনাস্থলের পথে রওনা দিয়েছে বলে জানায় জেলা ফায়ার সার্ভিস সূত্র।
জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক রুমার ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে জানা গেছে।
সৈকত দাশ/এএম/আরআইপি