ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় বিশেষ অভিযানে আটক ৪৫

প্রকাশিত: ০৫:৪৩ এএম, ২২ জানুয়ারি ২০১৫

সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন মামলার ৪৫ আসামীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাদের আটক করা হয়।

অপরদিকে, নাশকতা এড়াতে পুলিশ, বিজিবি ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর টহল জেলা শহরে অব্যাহত রয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

অন্যদিকে বিএনপির ডাকা ঢাকা ও খুলনা বিভাগে ৪৮ ঘন্টার হরতালের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সাতক্ষীরায় কোনো প্রভাব পড়েনি।

হরতালের কারণে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকলেও আভ্যন্তরীন রুটে সীমিত সংখ্যক যান চলাচল করছে। ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বিএ