ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরবন রক্ষার দাবিতে নোয়াখালীতে সমাবেশ

প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২০ আগস্ট ২০১৬

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল ও সুন্দরবন রক্ষার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার দুপুরে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি জেলা শাখার উদ্যোগে নোয়াখালী টাউনহল মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটি নোয়াখালী শাখার উদ্যোগে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা প্রাণ-প্রকৃতি-পরিবেশ বিনাশকারী রামপাল প্রকল্পের কাজ দ্রুতবন্ধ করাসহ গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির পাঁয়তারা বন্ধ করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা নোয়াখালী কমিটির সভাপতি আ ন ম জাহের, জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি মোল্লা হাবিবুর রসুল মামুন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) আহবায়ক দলিলুর রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা জাফর উল্যা বাহার প্রমুখ।

মিজানুর রহমান/এএম/এবিএস