অাফসানা হত্যাকারীদের শাস্তির দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ
ঢাকার মিরপুরের সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির স্থাপত্যবিদ্যার শেষ বর্ষের ছাত্রী ও ছাত্র ইউনিয়নের কর্মী ঠাকুরগাঁওয়ের আফসানা ফেরদৌসসহ সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার অায়োজনে প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি শামীম অাহম্মেদ শামীম। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের দফতর সম্পাদক রাজেশ বিশ্বাস, রাজবাড়ী সরকারি কলেজ ছাত্র ইউনিয়ন শাখার অাহ্বায়ক সাগর রয়, জেলা মহিলা পরিষদের সভাপতি ডা. পূর্ণিমা দত্ত, সাধারণ সম্পাদক সবিতা চন্দ্র, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস প্রমুখ।
মানববন্ধন শেষে প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বাজার এলাকা প্রদক্ষিণ করে।
রুবেলুর রহমান/এআরএ/এবিএস