লক্ষ্মীপুরে ভুয়া চিকিৎসক ও তিন মাদকসেবীর দণ্ড
লক্ষ্মীপুরে এমএ নাঈম (৩৩) নামে এক ভুয়া চিকিৎসকের এক লাখ এবং তিন মাদকসেবীর ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান নিজ কার্যালয়ে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এই জরিমানা করেন।
ভুয়া চিকিৎসক এম এ নাঈম লক্ষ্মীপুর সদর উপজেলার আটিয়াতলী গ্রামের মাস্টার সফিক উল্যার ছেলে। মাদকসেবীরা হলো, চর চামিতা গ্রামের আব্দুর রহমান মুন্সির ছেলে রনি, একই এলাকার নুরুল ইসলামের ছেলে ইকবাল ও কালা মিঞার ছেলে টিপু।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান বলেন, দণ্ডপ্রাপ্ত নাঈম চিকিৎসক সেজে জকসিন বাজারে এন এস মেডিকেল হলে নামে চেম্বার খুলে দীর্ঘদিন থেকে সহজ-সরল মানুষদের সঙ্গে প্রতারণা করে আসছেন। এমন অভিযোগে অভিযান চালিয়ে রোগী দেখা অবস্থায় ওই ভুয়া চিকিৎসককে হাতে-নাতে আটক করা হয়।
অন্যদিকে, উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবন অবস্থায় তিন যুবককে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভুয়া চিকিৎসক নাঈমকে এক লাখ টাকা ও তিন মাদকসেবীকে ৩ হাজার ৫০০ টাকা করে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে।
কাজল কায়েস/এআরএ/আরআইপি