ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ

প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২০ আগস্ট ২০১৬

বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের বিরুদ্ধে ৫০ লাখ টাকা মূল্যের সাত শতক জমিসহ বসতবাড়ি দখল নেয়ার অভিযোগ উঠেছে। ওই বসতবাড়ি ছেড়ে দেয়ার জন্য তার সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকি-ধামকিও দেয়া হচ্ছে। শুধু তাই নয়, বাড়ি ছেড়ে না দিলে ভুক্তভোগী পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জড়িয়ে জেলে পাঠানোসহ খুন করার হুমকি দেয়া হয়েছে।
 
শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শিবগঞ্জ পৌর এলাকার বানাইল মহল্লার মৃত আফজাল হোসেন প্রামানিকের ছেলে ইব্রাহীম আলী প্রামানিক ওরফে পিটু।  

সংবাদ সম্মেলনে ইব্রাহীম আলী অভিযোগ করে বলেন, সভাপতির বাড়ির সামনে বানাইল মৌজায় সাবেক ৪৮৩ হাল ২৫৩৯ দাগের সাত শতক জমিতে তার বাবার আমল থেকে তিনটি দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে ভোগ দখল করে আসছেন। বাবার মৃত্যুর পর সম্পত্তি মালিক হন তিনি।

বর্তমানে পরিবার পরিজন নিয়ে সেখানে বসবাস করছেন। তার জমির পাশে ১০ শতক জমি আবুল হাসনাত নামে এক ব্যক্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের কাছে বিক্রি করেন। কিন্তু আজিজুল হক দক্ষিণ অংশের মালিক হলেও উত্তর অংশের এই সাত শতক জমিসহ বসতবাড়ি দখল নেয়ার জন্য জোরপূর্বক চেষ্টা চালাচ্ছেন। গত এক সপ্তাহ ধরে তার সন্ত্রাসী বাহিনী প্রতিনিয়ত পিটু ও তার পরিবারের সদস্যদের হুমকি-ধামকি দেয়া হচ্ছে।

আওয়ামী লীগের সভাপতি আজিজুল হককে একজন ভূমিদস্যু উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। এখন আমি আশঙ্কা করছি যে কোনো সময় আমার বাড়ি দোকান-ঘর ভেঙে দিয়ে তা দখল নিয়ে সেখানে তিনি বাড়ি নির্মাণ করে অন্যায় ভাবে আমাদের উচ্ছেদ করা হতে পারে।

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক বলেন, তিনি কোনো হুমকি বা দখলের ঘটনা চালাচ্ছেন না। এটি সাজানো নাটক। এ ব্যাপারে তিনি আইনের আশ্রয় নিবেন।

এআরএ/আরআইপি