ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনার কবলে পুলিশ সুপারের গাড়ি

প্রকাশিত: ০৪:৪৪ এএম, ২১ আগস্ট ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশ সুপারের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক আহত হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যন্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান সুস্থ রয়েছেন বলে দাবি পুলিশের। আহত জাহাঙ্গীরকে স্থানীয় ডে-নাইট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশের একটি সূত্রে জানা যায়, রাতে পুলিশ সুপার তার সরকারি পাজেরো জিপ গাড়িতে চড়ে ‘নাইট পেট্রল’ ডিউটিতে বের হন। ডিউটি শেষে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় দ্রুত গতিতে স্পিড ব্রেকার অতিক্রম করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

এ ঘটনায় গাড়ি চালক জাহাঙ্গীর আহত হন। পরে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) এম.এ মাসুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এসপি স্যার সুস্থ আছেন। স্যারের গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজিজুল সঞ্চয়/এসএস/পিআর

আরও পড়ুন