নেত্রকোনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের নগুয়া কুশলগাঁও গ্রামে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুরুজ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০০২ সালের ১ জানুয়ারি নগুয়া কুশলগাঁও গ্রামে এক নারীকে ধর্ষণ করে সুরুজ আলী। পরদিন ঐ নারী বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় ৪ জনকে আসমি করে ধর্ষণ মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত শেষে একই বছরে কুশলগাঁও গ্রামের মিরাজ আলীর ছেলে সুরুজ আলীর (৫২) বিরুদ্ধে চার্জশিট দিলে আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সুরুজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
ঘটনার পর থেকে সুরুজ আলী পলাতক ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার সাজাপ্রাপ্ত আসামি সুরুজ আলীকে গ্রেফতার করে রোববার দুপুরে কারাগারে পাঠিয়েছে।
কামাল হোসাইন/এফএ/পিআর