ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৪

প্রকাশিত: ০৮:২৮ এএম, ২১ আগস্ট ২০১৬

ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘূর্ণিঝড়ে চারজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন শতাধিক।

রোববার দুপুর ১২টার দিকে ফরিদপুর সদরের আলিয়াবাদ বাখুন্দা ইউনিয়নের বিভিন্ন স্থানে হঠাৎ ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ভেঙে পড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

নিহত বিরেন্দ্রনাথ বিশ্বাস (৩৫) গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রামের বাসিন্দা। নিহত বাকি তিনজনের পরিচয় এখনো জানা যায়নি।

এছাড়া ঘূর্ণিঝড়ে শরিফ জুটমিল ও জুবাইদা করিম জুটমিলের শেড ভেঙে বেশ কিছু শ্রমিক আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএম তরুণ/এফএ/এবিএস

আরও পড়ুন