২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে : হানিফ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে নির্বাচনের আগে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে এবং মধ্যম আয়ের দেশে পরিণত করতে রূপকল্প-২০২১ বাস্তবায়নের যে উদ্যোগ নিয়েছিলেন তা অনেকদূর এগিয়েছে। ২০২১ সালের আগেই আমাদের এই দেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ এ কথা বলেন।
এসময় তিনি বলেন, বিএনপি নেত্রীর নির্দেশে সন্ত্রাসীরা পেট্রোল বোমা মেরে গাড়ি পুড়িয়ে, মানুষ পুড়িয়ে হত্যা করে আতঙ্ক সৃষ্টি করে কর্মসূচি সফল করার চেষ্টা করে যাচ্ছে। সেই হিসেবে এই সমস্ত হত্যাকাণ্ডের দায়ভার বিএনপি নেত্রী এড়াতে পারে না। নির্দেশদাতা হিসেবে, হুকুমদাতা হিসেবে, অব্যশই বিএনপি নেত্রীর দায় আছে।
এসময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। মেলায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরসহ সামাজিক সাংস্কৃতি সংগঠন ও ব্যবসায়ীরা স্টল দিয়েছে।
-এমএএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি