ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নলডাঙ্গায় শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ০২:২৮ পিএম, ২২ জানুয়ারি ২০১৫

নাটোরের নলডাঙ্গা উপজেলায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে দেশ সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিঃ ও দেশ সমাজ কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে পাটুল বাজারে এসব বস্ত্র বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকতা মো. আতোয়ার রহমান। দেশ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবজ্যোতি দেব দেবু, নতুন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ও বিদায়ী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ইদ্রিস আলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আঃ গফুর কবিরাজ, সংস্থার সাধারণ সম্পাদক মেহেদী হোসেন আতিক সহকারী প্রধান শিক্ষক মো. ওয়ারেশ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি উপস্থপনা করেন ইউপি সদস্য মো. মহির উদ্দন প্রামাণিক।