ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পটুয়াখালী ইয়াবাসহ ইউপি সদস্য আটক

প্রকাশিত: ০২:৪৪ পিএম, ২২ জানুয়ারি ২০১৫

পটুয়াখালীতে এক ইউপি সদস্য দুইজনকে আটক করেছে র‌্যাব-৮। এসময় তাদের কাছ থেকে ৪শ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-৮ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মাদার বুনিয়া ইউনিয়নের শংকরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

পটুয়াখালী র‌্যাবের অধিনায়ক সিনিয়র এএসপি আসাদউজ্জামান জানান, আটক ইউছুফ খাঁ (৪৫) ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য আর শাহবুদ্দিন (৩০) তার সহযোগী হিসেবে কাজ করছিল।

বুধবার র‌্যাব ৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিত্বে ওই ইউপি সদস্যকে চ্যালেঞ্জ করে। এসময় তার দেহ তল্লাশি করে ৩৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এমএএস