ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নেত্রকোনায় ব্রয়লার বিস্ফোরণে নিহত ২

প্রকাশিত: ১১:৪৪ এএম, ২১ আগস্ট ২০১৬

নেত্রকোনা শহরের নাগড়া বিনোদ ফ্যাক্টরির একটি ধানের ব্রয়লার বিস্ফোরণে দগ্ধ সাত শ্রমিকের দুই জনের মৃত্যু হয়েছে।

তারা হলেন, খালিয়াজরি উপজেলার ইছাপুর গ্রামের মৃত ভূপেন্দ্র চৌধুরীর ছেলে নূর উত্তম চৌধুরী (৪৮) ও সদরের প্রতাপপুর গ্রামের কফর আলী মোড়লের ছেলে আমিনুল ইসলাম (২৮)।

রোববার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে বিকেল আড়াইটার দিকে ধানের ব্রয়লার বিস্ফোরণের ঘটনায় তারা সাতজন আহত হন।

তাৎক্ষণিকভাবে অপর আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।   

কামাল হোসাইন/এএম/এবিএস

আরও পড়ুন