ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়া থেকে অপহৃত কলেজছাত্র ঢাকায় উদ্ধার

প্রকাশিত: ০২:৫৫ এএম, ২২ আগস্ট ২০১৬

ব্রাহ্মণবাড়িয়া থেকে মনিরুজ্জামান হৃদয় (১৮) নামে অপহৃত এক কলেজছাত্রকে ঢাকার ভাটারা থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৯টার দিকে তাকে উদ্ধার করা হয়।

এ সময় ভাটারা থানা পুলিশ এক অপহরণকারীকেও আটক করেছে। তবে তাৎক্ষণিকভাবে আটক অপহরণকারীর পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অপহরণকারীরা হৃদয়ের মুক্তিপণ হিসেবে বিকাশে পাঠানো টাকা ভাটারার একটি দোকান থেকে উত্তোলন করে নেয়ার সময় ওই দোকানদারের সহায়তায় পুলিশ অপহরণকারীকে আটক করে। পরে অপহৃত হৃদয়কে উদ্ধার করে পুলিশ।  

এর আগে গত বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় হৃদয়কে অপহরণ করে দুর্বৃত্তরা। হৃদয় ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কালাইশ্রীপাড়া এলাকার নজরুল ইসলাম খানের ছেলে। তিনি চলতি বছর ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় শহরের বিরাসা এলাকাস্থ বাবার ফার্নিচারের কারখানা থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হয় হৃদয়। এরপর ওই দিন রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত একটি নম্বর থেকে হৃদয়ের বাবার মোবাইলে ফোন করে দুর্বৃত্তরা হৃদয়ের মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করে। এ ঘটনায় বুধবার রাতেই সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন হৃদয়ের বাবা নজরুল ইসলাম খান।

আজিজুল সঞ্চয়/এসএস/এমএস

আরও পড়ুন