ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িয়ে পাওয়া ৪০ হাজার টাকা পুলিশে দিলেন রিকশাচালক

প্রকাশিত: ০২:২৪ পিএম, ২২ আগস্ট ২০১৬

ফেনী শহরের মহিপালে কুঁড়িয়ে পাওয়া ৪০ হাজার ৫০০ টাকা পুলিশের কাছে হস্তান্তর করে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় রিকশা চালক মো. মানিককে পুরস্কৃত করলেন জেলা পুলিশ সুপার রেজাউল হক রেজা।

সোমবার বিকেলে ফেনী মডেল থানায়  ওপেন হাউজ ডে’তে তাকে পুরস্কৃত করা হয়।

মানিক দিনাজপুর সদর উপজেলার কালিতলা গ্রামের আশরাফ আলীর ছেলে। কয়েকবছর আগে জীবিকার সন্ধানে ফেনী আসেন তিনি। এরপর থেকে শহরের খাজুরিয়া এলাকায় ভাড়া থেকে শহরে রিকশা চালান তিনি।

মানিক জানান, রোববার বিকেল ৩টার দিকে মহিপাল আনসার ক্যাম্প সংলগ্ন স্থানে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি পোটলা পান তিনি। পরে খুলে ভেতরে ৪০ হাজার ৫০০ টাকা পান।

পরে খোঁজ করেও টাকার প্রকৃত মালিক না পেয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোরশেদের কাছে টাকাগুলো জমা দেন মানিক।

পুলিশ জানায়, টাকার প্রকৃত মালিক যেন টাকা ফেরত পায় এ জন্য মানিক টাকা থানায় জমা দিয়েছেন। তার সততার কারণে সোমবার তাকে পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। আসলে তার সততা আমাদেরকে মুগদ্ধ করেছে।

জহিরুল হক মিলু/এএম/এবিএস