বিয়ের স্বীকৃতি চান অসহায় সানোয়ারা
যশোর চৌগাছায় অসহায় সানোয়ারার সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তুলে ছয় লাখ টাকা হাতিয়ে দিয়েছে উসমান মুন্সী নামে এক ব্যক্তি। দুই বছর আগে ওই নারীকে বিয়ে করলেও এখন তা অস্বীকার করছেন মুন্সী। এ ঘটনায় উসমানের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হলেও প্রভাবশালীরা মুন্সীকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০১০ সালে সানোয়ারা বেগমের স্বামী মান্দার মালিতার মৃত্যুর পর বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন উসমান মুন্সী। সানোয়ারা বেগম বিয়ের জন্য চাপ দিলে ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি তাকে বিয়ে করেন উসমান।
এরপর সানোয়ারার আগের স্বামীর রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করে উসমান মুন্সী ছয় লাখ টাকা হাতিয়ে নেয়। পরে সানোয়ারাকে স্ত্রী হিসেবে অস্বীকার করে উসমান। এ ঘটনা জানাজানি হলে কয়েকদিন আগে উসমান মুন্সীর ঘরে তালা ঝুলিয়ে দেয় প্রতিবেশীরা। এসময় উসমান ঘরের পেছন দিয়ে পালিয়ে যায়। বর্তমানে উসমান বিভিন্ন লোকজন দিয়ে সানোয়ারা বেগমকে নানা ধরনের হুমকি-ধামকি দিচ্ছে।
সানোয়ারা বেগম বলেন, ২০১৪ সালে আমাকে বিয়ে করেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার পৌর এলাকার ক্যাম্প পাড়ার উসমান মুন্সী। কিন্তু এখন অস্বীকার করেছে। এমনকি আগের স্বামীর কাছ থেকে পাওয়া সব সম্পত্তি বিক্রি করে দিয়েছে। এখন আমি কি করবো।
মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, এ বিষয়ে সানোয়ারা বেগম বাদী হয়ে মহেশপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগটি উপ-পরিদর্শক (এসআই) মাবুদ তদন্ত করছেন। ঘটনার সত্যতা মিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আহমেদ নাসিম আনসারী/এএম/এমএস