ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুই বছর ধরে নিখোঁজ মাদরাসা শিক্ষক ইউসুফ

প্রকাশিত: ০২:৪৪ পিএম, ২৩ আগস্ট ২০১৬

দীর্ঘ দুই বছর ধরে নিখোঁজ রয়েছেন সাতক্ষীরার বাঁশদহা আলহাজ্ব মোহাম্মদ আলী দাখিল মাদরাসার সহকারী মৌলভী আবু তাহের জিয়াউদ্দিন মো. ইউসুফ। তিনি যশোরের কেশবপুর উপজেলার আগরহাটি গ্রামের আব্দুল বারী ওয়াদুদের ছেলে।

জানা গেছে, ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বরের পর থেকে মাদরাসায় আসেননি ওই শিক্ষাক। কিন্তু সর্বশেষ ২০১৪ সালের ১৮ অক্টোবর পর্যন্ত মাদরাসার হাজিরা খাতায় তার স্বাক্ষর রয়েছে।

এ ব্যাপারে মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মোহাম্মাদ রিয়াজুল ইসলাম জানান, ২০১৪ সালের ১৮ অক্টোবর পর্যন্ত তিনি উপস্থিত ছিলেন। ওই তারিখের পর থেকে আমরা কেউ তাকে আর দেখিনি। তাছাড়া দীর্ঘদিন ধরে তিনি অনুপস্থিত থাকায় ২০১৪ সালের ২১ অক্টোবর, ১৫ নভেম্বর ও ৩১ নভেম্বরে তিন দফায় অনুপস্থিতির সুস্পষ্ট জবাব দিয়ে প্রতিষ্ঠানে যোগদানের নির্দেশ প্রদান করা হলেও তিনি প্রতিষ্ঠানের যোগদান বা উপস্থিত হননি। কি কারণে তিনি অনুপস্থিত তার সঠিক কারণ জানাতে পারেননি কেউ।

আকরামুল ইসলাম/এআরএ/এবিএস