ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় গুলি তৈরির বিপুল সীসা উদ্ধার

প্রকাশিত: ০৫:১৭ এএম, ২৪ জানুয়ারি ২০১৫

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গিরিবাবুর তেল পাম্প এলাকা থেকে ৫৮৬৭ কেজি গুলি তৈরির সীসা এবং একটি ট্রাক আটক করেছে বিজিবি।

শনিবার ভোর ৫টায় এগুলো আটক করা হয়। আটককৃত সীসার বাজারমূল্য প্রায় আড়াই কোটি বলে বিজিবি সূত্রে জানা গেছে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবর পরিচালক এস এম মনিরুজ্জামান জানান, শনিবার ভোরে যৌথ বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গিরিবাবুর তেল পম্পের নিকট একটি ট্রাককে গতিরোধ করে।

এ সময় চালকসহ ৫-৬ জন চোরাকারবারী ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ৬ টন সীসা উদ্ধার করা হয়।

বিএ