ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ০৬:২৯ এএম, ২৪ জানুয়ারি ২০১৫

দিনাজপুর জেলার পার্বতীপুরে জমি নিয়ে সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের তীরের আঘতে বাবা-ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. জহুরুল হক (৫০) ও তার ছেলে সোহাগ (২৮)।

উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামে শনিবার সকাল ৯টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার জানান, বিবাদমান জমির দখল নিয়ে এ সংঘর্ষ সৃষ্টি হয়। প্রায় ঘণ্টাব্যাপীর এ সংঘর্ষে প্রতিপক্ষের নিক্ষেপ করা তীরের আঘাতে ঘটনাস্থলে জহুরুর হক নিহত হন। আর ছেলে সোহাগকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তি সহিংশতার আশঙ্কায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এআরএস