ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পদ্মা নদীতে নৌকাডুবি : ৫ জনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১০:০৩ এএম, ২৪ আগস্ট ২০১৬

নাটোরের লালপুরে পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনে চারজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নিখোঁজ ছয়জনের মধ্যে জামরুল ইসলাম নামে এক শ্রমিক জীবিত অবস্থায় ফিরে এসেছেন। বুধবার বিকেল ৩টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।

Natore-picure

সকাল সাড়ে ১০টার দিকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অভিযানে ঘটনাস্থল বিলমারিয়া থেকে ৮ কিলোমিটার দূরে লক্ষ্মীপুর বালুরঘাট এলাকা থেকে নিখোঁজ জামাল হোসেন, আরজেদ আলী, চান্দের আলী এবং ভাষান আলীর মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার সকালে লালপুর উপজেলার পদ্মা নদীর বিলমাড়িয়া ঘাট থেকে অর্ধশত যাত্রী নিয়ে একটি নৌকা পলাশির চরে যাওয়ার সময় মাঝ নদীতে ডুবে যায়। সে সময় অধিকাংশ লোকজন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ থাকে ছয়জন।

Natore-picure

ঘটনার দিন বিকেলে বেলাল হোসেন নামে একজনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। এছাড়া নিখোঁজ ছয়জনের মধ্যে জামরুল ইসলাম নামে একজন গত রাতে জীবিত ফিরে আসেন।

রেজাউল করিম রেজা/এআরএ/এবিএস

আরও পড়ুন