ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চিকিৎসককে মারপিট করলো স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত: ১১:১৭ এএম, ২৪ আগস্ট ২০১৬

বগুড়া শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম নয়নকে মারপিট করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, নয়ন সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি শাজাহানপুর উপজেলার চুপিনগর গ্রাম থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল শেরপুর উপজেলায় যাচ্ছিলেন। পথিমধ্যে বি-ব্লকের কামারপাড়া নামক স্থানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক মোহাম্মদ মামুন তার সহযোগীদের নিয়ে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। এরপর মারপিট করে তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। ঘটনার পর স্থানীয়রা ছুটে আসলে তারা পালিয়ে যায়।

হামলার শিকার ডা. মনিরুল ইসলাম নয়ন বলেন, এ ব্যাপারে ওই দিনই থানায় মামলা দেয়া হলেও পুলিশ তা রেকর্ড করেনি। পরে অন্যা চিকিৎসকদের চাপে একদিন পর মঙ্গলবার রাতে মামলাটি রেকর্ড করা হয়।

এ ব্যাপারে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. রেজাউল আলম জুয়েল বলেন, আমরা পুলিশকে আসামি গ্রেফতার করতে অনুরোধ জানিয়েছি। তারা সেটি না করলে আমরা আলোচনা করে কর্মসূচি  দেব।

শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা আল মাসউদ চৌধুরী বলেন, মামলা রেকর্ড করা হয়েছে। এখন তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন বলেন, তিনি আমার মার সঙ্গে খারাপ আচরণ করেছেন। এ কারণে তাকে শুধু একটি চড় মেরেছি। অন্য অভিযোগ সঠিক নয়। আর বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

এআরএ/এবিএস