ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কলমাকান্দায় ইউপি চেয়ারম্যানসহ ১৪ জন কারাগারে

প্রকাশিত: ১১:৩৩ এএম, ২৪ আগস্ট ২০১৬

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. ফখরুল ইসলাম ফিরোজের উপর হামলা ও হত্যা চেষ্টার ঘটনায় দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলায় একই উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বাবুলসহ ১৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত বছর জুলাই মাসে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. ফখরুল ইসলামের নেত্রকোনা থেকে সরকারি জীপে করে কলমাকান্দায় যাওয়ার সময় ইউপি চেয়ারম্যান বাবুল ও তার লোকজন তার গাড়িতে হামলা চালায় ও ভাঙচুর করে।

পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজিরপুর ইউপি চেয়ারম্যান বাবুলসহ ১৫ জনের বিরুদ্ধে তাকে হত্যা ও সরকারি গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।

তবে মামলা হলেও মামলার আসামিরা গত আট মাসে কোর্টে হজির না হননি কিংবা জামিনের আবেদন করেননি। পরে বুধবার ইউপি চেয়ারম্যানসহ সকল আসামিরা কোর্টে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কামাল হোসাইন/এফএ/আরআইপি