ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শায়েস্তাগঞ্জে আবাসিক হোটেলে আগুন

প্রকাশিত: ১১:৫১ এএম, ২৪ আগস্ট ২০১৬

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার বেলা সোয়া ১টার দিকে নতুন ব্রিজ এলাকার এস আর হোটেলের তৃতীয় তলায় স্টোররুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পানি-বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহীন জানান, এস আর হোটেলের তৃতীয় তলার স্টোররুম থেকে আগুনের সূত্রপাত। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরেকটি বেডরুমে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই স্টোররুম ও বেডরুম পুড়ে যায়। এতে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হোটেল মালিক সাদিকুর রহমান জানান, সিগারেটের আগুন থেকে স্টোররুমের লেপ-তোশকে আগুন ধরছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হোটেলের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।  

কামরুজ্জামান আল রিয়াদ/এআরএ/আরআইপি