শিশু তাজরীকে বাঁচাতে সাহায্যের আবেদন
ক্যানসারে আক্রান্ত শিশু জান্নাতুন তাজরীকে (৪) বাঁচাতে সাহায্যের আবেদন করেছেন তার বাবা-মা।
যশোরের সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের শিশু জান্নাতুন তাজরী ক্যানসার আক্রান্ত হয়ে ভারতের ভেলোরে সিএমসি হাসপাতালে গত দুই মাস ধরে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে অর্থের অভাবে শিশুটির চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় সাহায্যের আবেদন করেছেন তার পরিবার।
এর আগে তাজরীকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। কিন্তু তাতে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাজরীকে ভারতে নিয়ে যান বাবা-মা। গত দুই মাস ধরে তার চিকিৎসা খরচ চালিয়ে এখন নিরুপায় তারা।
তাজরীর বাবা একজন ইউনিয়ন পরিষদ সচিব। বর্তমানে তিনি যশোর সদরের লেবুতলা ইউনিয়ন পরিষদে কর্মরত আছেন। বাবার পক্ষে শিশুর চিকিৎসা খরচ চালানো অসম্ভব বিধায় একমাত্র মেয়ে তাজরীকে বাঁচাতে বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন তিনি।
সাহায্য পাঠাবার ঠিকানা : বেসিক ব্যাংক, যশোর শাখা, সঞ্চয়ী হিসাব নং-১৮১৪০১০০০৬৭৯২ অথবা বিকাশ নাম্বার- ০১৭১০০৩৮৯৮১।
মো. জামাল হোসেন/এএম/এবিএস