ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ৭ নেতাকর্মী আহত

প্রকাশিত: ০৯:০০ এএম, ২৫ আগস্ট ২০১৬

ঝিনাইদহে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে গেছে। এসময় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদসহ ছাত্রদলের ৭ নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বৃহস্পতিবার জেলা বিএনপি অফিসের সামনে থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে পুলিশ বাধা দিলে তারা শহরের পোস্ট অফিস মোড়ে সমাবেশ শুরু করে। এসময় ছাত্রলীগ নেতা-কর্মীরা তাদের ধাওয়া করে।
 
এতে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ, ছাত্রদল নেতা সোহান, রহমত, শাকিব, প্রলয়, নয়ন ও দাউদ আহত হন। আহতদের ঝিনাইদহ সেবা ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহমেদ নাসিম আনসারী/এফএ/এবিএস