ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রামগতিতে ৪ জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০২:২৯ পিএম, ২৫ আগস্ট ২০১৬

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে জেলেদের ওপর জলদস্যুদের হামলার ঘটনা ঘটেছে। এতে দুই জেলে আহত হয়েছেন। এসময় মহিউদ্দিন ও বাবলু মাঝিসহ চারজনকে অপহরণ করে নিয়ে মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে জলদস্যুদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুরে রামগতি উপজেলার মেঘনা নদীর চর আবদুল্লাহ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আলাউদ্দিন মাঝিকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, অপরজনকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।   

জেলে ও স্থানীয়রা জানায়, রামগতির চর আবদুল্লাহ চর মাথায় মেঘনা নদীতে মাছ শিকার করছিল জেলে আলাউদ্দিন, মহিউদ্দিন ও বাবলুসহ অন্যরা। এসময় জলদস্যু মজনু, মিজান ও ওয়াহেদসহ ৮/১০ জন জেলে তাদের কাছে চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে তাদের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে কুপিয়ে আলাউদ্দিন মাঝিসহ দুজনকে আহত করে মহিউদ্দিন ও বাবলুসহ চার জেলেকে অপহরণ করে নিয়ে যায় তারা। পরে মোবাইল ফোনে অপহৃতদের পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে জলদস্যুরা।

আহত আলাউদ্দিন জানান, চাঁদা না দেয়ায় জলদস্যু বাহিনীর মজনু, মিজান ও ওয়াহেদসহ কয়েকজন দস্যু তাদের ওপর হামলা করে মালামাল লুট করে নিয়ে যায়। একপর্যায়ে চাঁদার দাবিতে চারজন জেলেকে অপহরণ করে নিয়ে যায় তারা। পরে অপহৃত পরিবারকে বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা দেয়ার জন্য জলদস্যুরা মোবাইল ফোনে বলে।

এ ব্যাপারে রামগতি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপহৃতদের উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/এআরএ/পিআর